সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

তুরস্ক, গ্রিসে শক্তিশালী ভূমিকম্প

 

তুরস্কে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। রিখটার স্কেলে সাত মাত্রার ওই ভূমিকম্প শুক্রবার অ্যাজিয়ান সাগরে আঘাত হানে। গ্রিসেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেছেন, ভূমিকম্পে ইজমির প্রদেশের ইজমির শহরে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পরপরই সড়কে হাজার হাজার মানুষ নেমে আসেন।

তুরস্ক ও গ্রিসের কর্তৃপক্ষ বলেছে, তুরস্কের ইস্তাম্বুলও ভূকম্পনে কেঁপে উঠে


ছে। গ্রিসের সামোস দ্বীপেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এই দ্বীপে উঁচু ঢেউ আঘাত হানতে পারে জানিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত চারজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ডুবে মারা গেছেন। আহত হয়েছেন ১২০ জন।

Post a Comment

0 Comments